অশ্বগন্ধা
অশ্বগন্ধা আমাদের দেশের ভেষজ উদ্ভিদের মধ্যে অন্যতম। শক্তিবর্ধক হিসেবে এবং এ্যাফ্রোডেসিয়াক হিসেবে ব্যবহৃত হয় বলেই ইংরেজিতে একে Indian Ginseng বলে। Solanaceae ফ্যামিলির গাছ অশ্বগন্ধার বৈঙ্গানিক নাম Withania somnifera (L.) Dunal. Withanine নামক রাসায়নিক উপাদান এই গাছ থেকে আলাদা করার কারণে এই গাছের নামে Withania নামকরণ করা হয়েছে। আর somnifera এসেছে somnifer থেকে যার মানে নিদ্রা আনয়নকারী। মূল এবং পাতা স্নায়ুর বিভিন্ন রোগে ব্যবহৃত হয়। এ গাছ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকায় পাওয়া যায়। নিদ্রা আনয়নকারী ঔষধ হিসেবে প্রচীন মেসোপটেমিয়া এবং মিশরে এর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
অশ্বগন্ধা গাছ
অশ্বগন্ধা গাছের পাতা
অশ্বগন্ধার ফুল
অশ্বগন্ধার ফল
অশ্বগন্ধার মূল বা শিকড়
যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা
যুগ যুগ ধরে রোগ নিরাময়ে প্রকৃতির দান গাছ-গাছলার উপকারিতা অনস্বীকার্য। আমাদের শরীরের বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা।
এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।
যারা ভেষজ গাছের চাষ করতে চান, তারা এ বর্ষায় অশ্বগন্ধার চাষ করতেই পারেন। কারণ, দিন দিন বাড়ছে ভেষজ গুণসমৃদ্ধ অশ্বগন্ধার চাহিদা। শুধু এ দেশেই নয়। বিদেশেও রমরমা বাজার অশ্বগন্ধার। বিদেশে চলে যাচ্ছে এই ভেষজ গাছ।
বার্ধক্য নিরসন করে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, সবেতে কাজ করে। এ গাছের শিকড়েই সমস্ত ভেষজ গুণ। ত্বকের সমস্যা হোক বা আর্থ্রাইটিস। বার্ধক্যজনিত সমস্যা থেকে অনিদ্রা,এমনকি চেহারা ফেরাতেও অশ্বগন্ধার বিকল্প নেই।
যারা সহবাসের পূর্বে বা শখের বসে যৌন শক্তি বাড়ানোর ঔষধ ইয়াবা,
ভায়াগ্রা,
ইয়াগ্রা
অথবা ইন্ডিয়ান ট্যাবলেট সেবন করেন, তাদের জন্য একটি পরামর্শ হলো সেক্স
বাড়ানো জন্য কোন রকমের যৌন শক্তি বর্ধক ট্যাবলেট বা ড্রিংস গ্রহন করবেন না। এইসব ঔষধ পুরুষ কে
ধ্বজভংগ রোগের দিকে ঠেলে দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষকে মৃত্যুর দুয়ারে
পৌছে দেয়। যৌন শক্তি বাড়ানো জন্য কোন ঔষধ সেবনের প্রয়োজন নেই। গবেষনায় দেখা যায়,
পুরুষের
পুষ্টিকর খাদ্য খাওয়ার মাধ্যমে যৌন শক্তি পেয়ে থাকে। এক্ষেত্রে গাভীর খাঁটি দুধ,মধু ও ডিমের ভূমিকা
অসাধারন। যৌনশক্তি বাড়ানোর ক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধ গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে
পারে।
অশ্বগন্ধার (Q) ব্যবহার করে দেখুন উপকার
পাবেন।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন